loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ছুটি শেষে খুলেছে অফিস, ফিরছে প্রাণচাঞ্চল্য


ছুটি শেষে খুলেছে অফিস, ফিরছে প্রাণচাঞ্চল্য

পবিত্র ঈদ-উল-ফিতরের টানা পাঁচদিন ছুটির পরে রোববার (৯ জুন) খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। ঈদের পরে প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিববৃন্দ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথম কর্মদিবসে সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফ্ট, সর্বত্রই ঈদ-শুভেচ্ছা বিনিময় চলেছে। একে অপরকে দেখামাত্রই করমর্দন ও কোলাকুলি করেন। 

সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে একই চিত্র চোখে পড়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

রোববার সচিবালয়ে এসে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাভেদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে ঈদের টানা ছুটি শেষে খুলেছে বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, শেয়ারবাজারসহ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও। তবে ব্যাংক-পাড়ায় এখনো ছুটির আমেজ বিরাজ করছে। ব্যাংক খুললেও প্রথমদিনে কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল কম। রাজধানীর ব্যাংক-পাড়া মতিঝিল ও দিলকুশায় চিরচেনা রূপ ছিল না। তবে কর্মচাঞ্চল্য ফেরার পূর্বাভাস ঠিকই বোঝা গেছে। বেসরকারি অফিসমূহ প্রস্তুতি নিচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরে যাওয়ার জন্য।

রোববার সকালে ঢাকায় বৃষ্টির কারণে কিছুটা বিপাকে পড়েছিলেন অফিসগামী সাধারণ মানুষ। ঈদের পরে এমনিতেই সব ধরনের গণপরিবহনের ভাড়া কিছুটা বেশি ছিল, বৃষ্টির কারণে সেই ভাড়া আরও কিছুটা বেড়েছে।

পবিত্র রমাদান মাসের সিয়াম পালন শেষে গত বুধবার সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদের ছুটি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটির দিন। ফলে প্রতিবছরের মতোই রাজধানীর কর্মজীবী মানুষেরা প্রিয়জনের সান্নিধ্যে অবসর কাটিয়ে এসেছেন।

রাজধানীর ফাঁকা অবস্থা এ-সপ্তাহজুড়ে থাকবে। আগামী সপ্তাহেই ঈদ-পরবর্তী আনন্দ নিয়ে নতুন উদ্যমে জেগে উঠবে কর্মচঞ্চল ঢাকা।

Loading...