loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফোর্বসের তালিকার শীর্ষে মেসি


ফোর্বসের তালিকার শীর্ষে মেসি

মাঠের বাইরেও আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি শীর্ষে উঠে এসেছেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলের নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়াবিদ হয়েছেন মেসি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য-সাময়িকী ফোর্বস্ মঙ্গলবার (১১ জুন) গত একবছরের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। এতে গত ১২ মাসে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে সবার উপরে স্থান করে নেন এই বার্সেলোনা তারকা।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত একবছরে শীর্ষে থাকা ১০০ জন ক্রীড়াবিদের আয় বেড়েছে পাঁচ শতাংশের বেশি। তাঁদের মোট আয় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের বছরের তালিকায় থাকা ক্রীড়াবিদদের মোট আয় ছিল ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার।

১২৭ মিলিয়ন ডলার নিয়ে এবারের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন ইউভেন্টাস ফরোয়ার্ড রোনাল্ডো। তাঁর আয় ১০৯ মিলিয়ন ডলার। তৃতীয়স্থানে আছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের নেইমার। তিনি আয় করেছেন ১০৫ মিলিয়ন ডলার।

৯৪ মিলিয়ন ডলার আয় নিয়ে চতুর্থ স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো অ্যালভারেস। ৯৩.৪ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চমস্থানে আছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার।

সেরা ১০০ আয়ের ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারতের ভিরাট কোহলি। তাঁর অবস্থান ১০০তম।

Loading...