loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কোপা আমেরিকায় ব্রাজিলের শুভ সূচনা


কোপা আমেরিকায় ব্রাজিলের শুভ সূচনা

২০১৯ কোপা আমেরিকা ফুটবলের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে মিশন শুরু করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এদিন দলে ছিলেন না তারকা খেলোয়াড় নেইমার, কিন্তু তা প্রভাব ফেলেনি মাঠে। নেইমার না থাকলেও ফিলিপ কটিনিয়ো তাঁর অভাব মোটেই বুঝতে দেননি। জোড়া গোল করে দলকে দিয়েছেন জয়ের সুবাস। 

বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) সকালে কোপার উদ্বোধনী ম্যাচে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে দারুণ শুরু করে কোচ তিতের শিষ্যরা।

ল্যাটিন আমেরিকান ফুটবলের ৪৬তম আসরের প্রথম ম্যাচেই দেখা গেছে আক্রমণাত্মক ও চেনাছন্দের ব্রাজিলকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে বেশ চাপে রাখে স্বাগতিক দেশটি। যদিও প্রথম দিকেই একাধিক গোলের সুযোগ হারায় দানি আলভেসবাহিনী। প্রথমার্ধ তাই গোলশূন্যভাবেই শেষ হয়।

যাহোক, দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় তাঁরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার কটিনিয়ো (১-০)। বলিভিয়ার মিডফিল্ডার আদ্রিয়ান জুসিনোর হাতে বল লাগলে ভিএআর-এর সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

তিন মিনিট পরেই দ্বিতীয় গোল উদযাপনে মাতে ব্রাজিল। ডান দিক থেকে ফিরমিনোর দারুণ ক্রস ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে সহজ-হেডে গোলটি করেন কটিনিয়ো (২-০)। 

৮৫তম মিনিটে দর্শনীয় শটে ব্যবধান ৩-০ করেন বদলি হিসেবে নামা এভারটন। ফলে তিন গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আটবারের কোপা বিজয়ীরা।

Loading...