loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড অক্ষুন্ন


পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড অক্ষুন্ন

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৩৩৬/৫ (রোহিত ১৪০, কোহলি ৭৭, রাহুল ৫৭; আমির ৩/৪৭, হাসান ১/৮৪, রিয়াজ ১/৭১)
পাকিস্তান: ৪০ ওভারে ২১২/৬ (ফখর ৬২, বাবর ৪৮, ইমাদ ৪৬*; শঙ্কর ২/২২, পান্ডিয়া ২/৪৪, কুলদিপ ২/৩২)
[বৃষ্টি আইনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪০ ওভারে ৩০২]

ফলাফল: ভারত ৮৯ রানে জয়ী
ম্যাচ-সেরা: রোহিত শর্মা (ভারত)

বৃষ্টি আইনে ৮৯ রানে জিতে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের অজেয় থাকার রেকর্ড আরেকটু বাড়লো। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এ-র্পযন্ত সাত ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে ভারত।ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচের ৩৫তম ওভারে যখন বৃষ্টি নামে, তখন পাকিস্তান ১৬৬ রানে হারিয়েছে ছয় উইকেট। খেলা সেখানেই শেষ হলেও গড় রানে জিতে যেত ভারত। 

যাহোক, মিনিট ত্রিশেক পরে ফের খেলা শুরু হলে পাকিস্তানের লক্ষ্য কমে দাঁড়ায় ৩০২ রান, তবে নেমে আসে ৪০ ওভারে। অর্থাৎ, জিততে হলে পাকিস্তানকে ৩০ বলে তখন ১৩৬ রান করতে হতো। কিন্তু সরফরাজবাহিনী যোগ করতে পেরেছে মাত্র ৪৫ রান। ফলে চার উইকেট হাতে রেখে ৮৯ রানে পরাজিত হয় ১৯৯২-এর শিরোপাজয়ীরা।

৩৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩ রানেই ওপেনার ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। বোলিং করতে গিয়ে দলীয় পঞ্চম ওভারে ভুবেনশ্বর কুমার চার বল করে ইনজুরিতে পড়েন। তাঁর বদলে শেষ দুই বল করতে আসেন বিজয় শঙ্কর। এসেই বাজিমাত করেন তিনি; এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে বিদায় করেন সাত রানে থাকা ইমামকে।

ইমামের উইকেট নিয়ে একটি কীর্তি গড়েছেন এই ভারতীয় স্পিনার। বিশ্বকাপ অভিষেক-ওভারেই উইকেট-শিকারীদের এলিট ক্লাবের সদস্য হয়ে গেছেন তিনি। 

এরপর ১০৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ফখর জামান ও বাবর আজম। অর্ধশত রান করেন ফখর। কিন্তু দলকে ১১৭ রানে রেখে স্পিনার কুলদিপ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন বাবর (৪৮)। পরের ওভারেই ফখরকেও (৬২) তুলে নেন কুলদিপ।

পাকিস্তানের বিপদ বাড়িয়ে প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে (৯) বিজয় শঙ্করের ক্যাচ বানিয়ে ফেরান হার্দিক পান্ডিয়া। পরের বলেই সদ্য ক্রিজে আসা শোয়েব মালিককে বোল্ড করে হ্যাটট্রিকের আশাও জাগিয়েছিলেন এই ভারতীয় পেসার। পরে অধিনায়ক সরফরাজ আহমেদও (১২) টিকতে ব্যর্থ হন।

এরপর বৃষ্টির হানায় সাময়িক বিরতি। খেলা শুরু হলে ইমাদ ওয়াসিম (৪৬*) ও শাদাব খানের (২০*) ছোট দুই ঝড়ো ইনিংসেও জয় পাওয়া সম্ভব ছিল না বৃষ্টিবিঘ্নিত বিশাল নতুন টার্গেট আরোপিত হওয়ায়।

দুই উইকেট নিয়েছেন ভারতের বিজয় শঙ্কর, পান্ডিয়া ও কুলদীপ যাদব।

সকালে ইংল্যান্ড-ওয়েল্স বিশ্বকাপের ২২তম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সরফরাজ। ব্যাট হাতে ঝড় তুলে চালিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশটির বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ভারত।

শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চওড়া হয়ে খেলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ৩৪ বলে অর্ধশত রান স্পর্শ করেন রোহিত। পাশাপাশি বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন রাহুল। দু’জনে করেছেন ১৩৬ রানের জুটি - যা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ।

রোহিত-রাহুলের জুটি বিচ্ছিন্ন করেন ওহাব রিয়াজ। ৫৭ রানে বাবর আজমের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন রাহুল, তবে রানের চাকা সচল রাখেন রোহিত। ৪৩তম ফিফটিকে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি বানান তিনি; ৮৫ বলেই পৌঁছান তিন অংকে। রোহিতকে সঙ্গ দেন অধিনায়ক ভিরাট কোহলি। দলীয় ২৩৪ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে দু’জনে করেন ৯৮ রান। ১১৩ বলে ১৪০ রান করা রোহিতকে সাজঘরে ফেরান হাসান আলী। তাঁর ইনিংসটিতে ছিল ১৪ চার ও তিনটি ছক্কা।

এই বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানে অপরাজিত ছিলেন তিনি।

হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান কোহলি। দলীয় ২৮৫ রানের মাথায় মোহাম্মদ আমিরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে পাণ্ডিয়া ২৬ রানে বাবরের হাতে ধরা পড়েন। এরপরেই মহেন্দ্র সিং ধোনিকে (১) ফেরান আমির।

শেষ দিকে বল হাতে জ্বলে ওঠার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু ততক্ষণে ভারত ৩০০ রান ছাড়িয়েছে।

৪৬.৪ ওভারের সময় বৃষ্টি নামায় সাময়িকভাবে বন্ধ ছিল ম্যাচ। পুনরায় ব্যাটিংয়ে নামা কোহলিকে নিজের তৃতীয় শিকার বানান আমির। ভারত-দলপতি ৬৫ বল খেলে সাত চারে করেছেন ৭৭ রান। শেষদিকে অপরাজিত ছিলেন বিজয় শঙ্কর (১৫) ও কেদার যাদব (৯)।

দুর্দান্ত শতরান করে এদিন ম্যাচ-সেরা হয়েছেন রোহিত শর্মা।

টানা চার ম্যাচ জিতে চলতি বিশ্বকাপে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে ভারত। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটের ব্যবধানে দুইয়ে আছে নিউজিল্যান্ড। আট পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। যদিও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা একটি ম্যাচ বেশি খেলেছে।

Loading...