loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কোপায় ইকুয়েডরকে বিধ্বস্ত করলো উরুগুয়ে


কোপায় ইকুয়েডরকে বিধ্বস্ত করলো উরুগুয়ে

কোপা আমেরিকার চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে উরুগুয়ে। গোলের দেখা পেয়েছেন দলের দুই তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। অবশ্য এমন বড় জয়ের পেছনে প্রতিপক্ষের ১০ জনে পরিণত হওয়ারও ভূমিকা আছে।

রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে খেলার ষষ্ঠ মিনিটেই সুয়ারেজের পাস থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন নিকোলাস লোদেইরো (১-০)। ২৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের ডিফেন্ডার হোসে কুইন্তেরো। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় উরুগুয়ের কাছে। ১০ জনের ইকুডরকে চেপে ধরে একের পর এক গোল আদায় করে নেয় ১৫বারের চ্যাম্পিয়ন দেশটি। ৩৩তম মিনিটে দিয়েগো গদিনের পাস থেকে কাভানির গোলের পরে প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি দুর্দান্ত গোল করেন সুয়ারেজ (৩-০)।

দ্বিতীয়ার্ধে উরুগুয়ের আক্রমণ ঠেকাতে রক্ষণাত্মক কৌশল নেয় ইকুয়েডর। অন্যদিকে ক্রমাগত আক্রমণ থেকে বিরত থাকে উরুগুয়েও। কিন্তু ৭৮তম মিনিট নিজেদের জালে বল জড়িয়ে ইকুয়েডরের শোচনীয় পরাজয় নিশ্চিত করেন ডিফেন্ডার আর্তুরো মিনা।

এই জয়ের ফলে গ্রুপ ‘বি’র শীর্ষে এখন উরুগুয়ে। গ্রুপের পরবর্তী ম্যাচে মঙ্গলবার (১৮ জুন) ভোর ৫টায় (বাংলাদেশ সময়) চিলির মুখোমুখি হবে জাপান।

Loading...