loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্যারাগুয়েকে রুখে দিয়েছে কাতার


প্যারাগুয়েকে রুখে দিয়েছে কাতার

কোপা আমেরিকা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্যারাগুয়েকে রুখে দিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে এবারের আসরে আমন্ত্রিত হিসেবে অংশ নেওয়া ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক এই দেশ।

রোববার (১৬ জুন) ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। চার মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে এনে দেন অস্কার কারডোজো (১-০)। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি গোলে সুযোগ পেয়েও কাজে লাগোতে পারেনি কোনো দলই। ফলে এক গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় প্যারাগুয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন ডার্লিস গঞ্জালেস (২-০)।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে কাতার; ফলে পায় কাঙ্ক্ষিত গোলও। ৬৮তম মিনিটে স্ট্রাইকার আলমোয়েজ আলির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এশিয়ার দেশটি (২-১)।

৭৭ মিনিটে সমতায় ফেরে আগামী বিশ্বকাপ আয়োজকেরা। আকরাম আফিফের পাস থেকে বল পেয়ে যান বাওয়ালেম খোখি। দারুণ এক বুদ্ধিদীপ্ত শটে বল জালে পাঠান এই মিডফিল্ডার (২-২)।

ম্যাচের বাকি সময় কোনো দলই গোল আদায় করতে না পারায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাগাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

এই ড্রয়ে এক ম্যাচ শেষে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে কাতার। শীর্ষে থাকা কলম্বিয়ার পয়েন্ট তিন; আর কলম্বিয়ার কাছে হেরে এবারের টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনা শূন্য পয়েন্ট নিয়ে আছে শেষ স্থানে।

Loading...