loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

তিন শতাংশ প্রণোদনা চাইলো বিজিএমইএ


তিন শতাংশ প্রণোদনা চাইলো বিজিএমইএ

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আরও দুই শতাংশ প্রণোদনা বরাদ্দের দাবি করেছে তৈরী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

প্রস্তাবিত বাজেটে তৈরী-পোশাক খাতের জন্য এক শতাংশ হারে প্রণোদনা দেয়া হয়েছে। সংগঠনটি বলছে, সার্বিক বিবেচনায় আরও দুই শতাংশ প্রণোদনা দিতে হবে। কেননা পোশাকখাতকে টিকিয়ে রাখতে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে, ক্রমেই বন্ধ হচ্ছে ছোট ছোট কারখানা। তাই প্রণোদনা বাড়ানোর বিকল্প নেই।

প্রস্তাবিত বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে রোববার (১৬ জুন) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিজিএমইএ। এতে সংগঠনটির সভাপতি ড. রুবানা হক এই দাবি করেন। সম্মেলন উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস.এম. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) এম. এ রহিম ও সহ-সভাপতি মো. মশিউল আজম।

রুবানা হক বলেন, তৈরী-পোশাক খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে কয়েক কোটি মানুষ। প্রস্তাবিত বাজেটের আগে তাঁদের দাবি ছিল পাঁচ শতাংশ হারে প্রণোদনার; কিন্তু দেয়া হয়েছে এক শতাংশ হারে, যা যথেষ্ট নয়। এজন্য চূড়ান্ত বাজেটে তাঁরা তিন শতাংশ হারে প্রণোদনা বরাদ্দ দাবি জানাচ্ছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...