loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নতুন দেশে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ


নতুন দেশে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২২৩ (স্মিথ ৮৫, ক্যারি ৪৬, স্টার্ক ২৯; ওক্স ৮-০-২০-৩, আর্চার ১০-০-৩২-২, উড ৯-০-৪৫-১, রশিদ ১০-০-৫৪-৩)
ইংল্যান্ড: ৩২.১ ওভারে ২২৬/২ (রয় ৮৫, রুট ৪৯*, মর্গ্যান ৪৫*; স্টার্ক ৯-০-৭০-১, কামিন্স ৭-০-৩৪-১ )
ফলাফল: ইংল্যান্ড আট উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: ক্রিস ওক্স

বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার (১১ জুলাই) ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ঝাঁজটাই ছিল ভিন্ন। পুরো গ্যলারি উৎসবে মাতিয়ে রেখেছিলেন ইংলিশ সমর্থকরা। খেলায়ও অস্ট্রেলিয়াকে একেবারে চাপিয়ে রেখেই জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ২২৩ রানে গুড়িয়ে ১০৭ বল হাতে রেখে আট উইকেটে জিতে ২৮ বছর পরে বিশ্বকাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিদায় নেওয়ায় সাবেক চ্যাম্পিয়ন কোনো দলই আর টুর্নামেন্টে টিকে রইল না। ফলে আগামী ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালের পরে (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড) নতুন দেশেই যাচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।

এদিন জেসন রয়ের দারুণ (৮৫) সূচনার পরে ২২৩ রান অতিক্রম করা ইংল্যান্ডের জন্য একেবারে সহজ হয়ে যায়। জনি বেয়ারস্টো সাজঘরে ফিরলেও মরগ্যান ও জো রুট অনায়াসে সেরেছেন অবিশষ্ট কাজ।

অবশ্য ইংলিশদের জেতার ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ১৬ বলেই ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চকে তুলে নেন তাঁরা। জোফ্রা আর্চার, ক্রিস ওক্সের তোপে ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ধুঁকতে থাকা দলকে টেনে তোলার দায়িত্ব নেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। তবে চতুর্থ উইকেটে তাঁদের ১০৩ রানের জুটির পরে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং-ইনিংস। শেষ দিকে মিচেল স্টার্ককে নিয়ে আরেক জুটিতে দলের রান ২০০ পার করান স্মিথ। বলা বাহুল্য, ম্যাচ জেতার জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। আর সেই রান যে কতটা কম - তা পরে ব্যাট করতে নেমে বুঝিয়ে দিয়েছেন রয়-রুট-মরগ্যানরা।

২০ রানে অজিদের তিন উইকেট শিকার করে দ্বিতীয় সেমির সেরা হয়েছেন ক্রিস ওক্স।

Loading...