loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

উইম্বলডনের শিরোপা জিতলেন হালেপ


উইম্বলডনের শিরোপা জিতলেন হালেপ

উইম্বলডন টেনিসের নারী এককের শিরোপা জিতেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। ফাইনালে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ তারকা সেরেনা উইলিয়ামসকে।

শনিবার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে সেন্টার কোর্টে আধিপত্য দেখিয়ে সেরেনাকে সরাসরি সেটে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন হালেপ। মাত্র ৫৬ মিনিটেই জয় তুলে নেন তিনি। এটি হালেপের প্রথম উইম্বলডন এবং সবমিলিয়ে মাত্র দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গত বছর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

এই পরাজয়ে রেকর্ডের অপেক্ষা আরও বাড়লো ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার। নারী এককে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি এখনো মার্গারেট কোর্টের দখলে। ২৪টি শিরোপা জিতেছিলেন তিনি। পুরুষ এককেও এতোবার চ্যাম্পিয়ন হতে পারেননি কেউ। এবার সেই মাইলফলক ছোঁয়ার টানা তৃতীয় সুযোগ হারালেন সেরেনা।

গত বছর উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরেছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। এরপর বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেও হতাশ হতে হয় তাঁকে। ফাইনালে হেরে যান জাপানের নাওমি ওসাকার কাছে।

Loading...