loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ক্রিকেট বিশ্বকাপে সেরা খেলোয়াড় উইলিয়ামসন


ক্রিকেট বিশ্বকাপে সেরা খেলোয়াড় উইলিয়ামসন

নিজের নৈপুণ্যের পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে শিরোপা-লড়াইয়ের মঞ্চে নিয়ে আসার কৃতিত্ব দেখিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্লেয়ার অফ দি টুর্নামেন্ট (সেরা খেলোয়াড়) নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে লড়াইয়ে পেরে না ওঠা নিউজিল্যান্ড দলের অধিনায়ক এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের মতো হেভিওয়েট তারকাদের।

রোববার (১৪ জুলাই) ফাইনালের ভেন্যুতে (লর্ডস) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটি শেষে ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে উইলিয়ামসনের নাম ঘোষণা করা হয়।

ক্রিকেটের তীর্থভূমিতে নির্ধারিত ৫০ ওভারের দ্বৈরথ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হওয়ায় বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপার স্বাদ নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

এবারের আসরে ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান করেছেন ২৮ বছর বয়সী উইলিয়ামসন। তিনি দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন।

উইলিয়ামসনের ইনিংসগুলো এই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেছে বারবার। আসরের প্রথম ম্যাচে দলটির উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন ১৩৭ রান করার পরে প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে। ফলে ইনিংসের শুরু থেকেই হাল ধরতে হয়েছে তাঁকে।

ইংল্যান্ড-ওয়েল্স বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তাঁর নেতৃত্বগুণও এবার দারুণ প্রশংসিত হয়েছে। ব্যাট হাতে হোক, কিংবা দলনেতা হিসেবে ম্যাচের পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়াতেই হোক, কিউইদের ফাইনালে তোলার ক্ষেত্রে তাঁর অবদানই সবচেয়ে বেশি - সেটা বলা যেতেই পারে।

আর তাইতো সবদিক বিবেচনা করে তাঁর হাতেই উঠেছে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

Loading...