loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আইসিসি’র প্রথম একাদশে সাকিব


আইসিসি’র প্রথম একাদশে সাকিব

নৈপুণ্যের কারণেই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশে সাকিব আল হাসানের থাকাটা একরকম নিশ্চিত ছিল; হয়েছেও তাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বাছাইকৃত সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন সাকিব।

ভারতের রোহিত শর্মা ও জাস্প্রিত বুম্রাহ রয়েছেন একাদশে। অন্যরা হলেন - রানার্সআপ নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও লকি ফার্গুসন, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক এবং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জেসন রয়, জো রুট, বেন স্টোক্স ও জোফ্রা আর্চার। দ্বাদশ খেলোয়াড় নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

ইংল্যান্ড-ওয়েল্স আসরে সর্বাধিক রানের রেকর্ড ভারতের রোহিত শর্মার। ১০ ম্যাচে ৮১.০০ গড়ে ৬৪৮ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি। পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে এক আসরে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েন রোহিত।

ওপেনিংয়ে তাঁর সঙ্গে থাকা জেসন রয় আট ম্যাচে ৬৩.২৮ গড়ে করেছেন ৪৪৩ রান। এক সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বর স্থানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনকে। পুরো আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া উইলিয়ামসন ফাইনালসহ ১০ ম্যাচ খেলে ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান করেন। অধিনায়ক হিসেবে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডটিও এখন তাঁর। 

চার নম্বর স্থানে রয়েছেন সাকিব। টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৬.৫৭ ব্যাটিং গড়ে আট ম্যাচে সাকিবের সংগ্রহ ৬০৬ রান। আসরের তৃতীয়-সর্বাধিক রান তাঁর। দুই সেঞ্চুরির সঙ্গে পাঁচ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। সঙ্গে নিয়েছেন ১১ উইকেট।

পাঁচ নম্বরে আসরের পঞ্চম-সর্বাধিক রানের মালিক ইংল্যান্ডের জো রুট। দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ১১ ম্যাচে ৫৫৬ রান সংগ্রহ করেন এই ডানহাতি। 

ছয় নম্বর স্থানে, অর্থাৎ অলরাউন্ডার হিসেবে রয়েছেন বেন স্টোক্স। ফাইনালের সেরা খেলোয়াড় স্টোক্স ১১ ম্যাচে পাঁচ ফিফটিতে ৪৬৫ রান করেন। এর মধ্যে চারটিই আশি-ঊর্ধ্ব ইনিংস। ফাইনালে স্টোক্স অপরাজিত ছিলেন ৮৪ রানে। পাশাপাশি সাতটি উইকেটও নিয়েছেন তিনি।

সাত নম্বরে উইকেটরক্ষক ক্যাটাগরিতে রয়েছেন, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। ১০ ম্যাচে ৬২.৫০ গড়ে তিন ফিফটিতে ৩৭৫ রান করেছেন। উইকেটরক্ষকদের মধ্যে চলতি আসরে সর্বাধিক রান তাঁর। 

আট নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। সেমিফাইনাল পর্যন্ত ১০ ম্যাচে ২৭ উইকেট নেন স্টার্ক। এক আসরে সর্বাধিক উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। 

স্টার্কের সঙ্গে নতুন বলের পার্টনার হিসেবে নয় নম্বরে রাখা হয়েছে ইংলিশ তারকা জোফ্রা আর্চারকে। বার্বাডিয়ান এই ক্রিকেটার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আসরের তৃতীয়-সর্বাধিক উইকেট শিকারি বোলার। 

১০ ও ১১ নম্বরে কিউই ডানহাতি পেসার লকি ফার্গুসন ও ভারতের জাস্প্রিত বুম্রাহ। 

আসরের দ্বিতীয়-সর্বোচ্চ উইকেট ফার্গুসনের। নয় ম্যাচে তিনি নিয়েছেন ২১ উইকেট। বুম্রাহ ২০১৯ বিশ্বকাপের সবচেয়ে কৃপণ বোলার। নয় ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন মাত্র ৪.৪১ ইকোনমি রেটে।

দ্বাদশ খেলোয়াড় কিউই বাঁহাতি পেসার বোল্ট ১০ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ফাইনালে সুপার-ওভারে ১৫ রান দিয়ে নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি কঠিন করে ফেলেছিলেন তিনি। 

এবারের বিশ্বকাপের সেরা একাদশ

রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), জো রুট (ইংল্যান্ড), বেন স্টোক্স (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফ্রা আর্চার (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), জাস্প্রিত বুম্রাহ (ভারত)।

Loading...