loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকা আবাহনীকে চার গোলে বিধ্বস্ত করলো মোহামেডান


ঢাকা আবাহনীকে চার গোলে বিধ্বস্ত করলো মোহামেডান

অনেকদিন ধরে ফুটবলে সাফল্য নেই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়া ঐতিহ্যবাহী দলটি হঠাৎ চমকে দিয়েছে ফুটবলাঙ্গনকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ জুলাই) মোহামেডান ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা আবাহনী লিমিটেডকে।

চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে ঢাকা আবাহনীর শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্লাবটি। এক ম্যাচ কম খেলে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৫৮ পয়েন্ট। আর তিন পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নবাগত দলটির। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান নবম।

চার বছর পর লিগে আবাহনীর বিরুদ্ধে জিতলো মোহামেডান। এ-ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই মর্যাদার এবং আবাহনীর জন্য ছিলো শিরোপা ধরে রাখার দৌড়ে টিকে থাকার। কিন্তু মঙ্গলবারের সন্ধ্যাটা ছিল সাদা-কালোদের - যে-সন্ধ্যায় প্রায় উবে গেলো আবাহনীর শিরোপা ধরে রাখার স্বপ্ন।

এদিন ১৬ মিনিটে তকলিসের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও গোল করেন সেই তকলিস। ৫০ মিনিটে ডেবিটের গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর ৬৬ মিনিটে হাসানের গোলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

একই মাঠে দিনের আগের ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে বিজেএমসিকে হারিয়েছে। ২০ ম্যাচ থেকে রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বিজেএমসির পয়েন্ট আট।  

Loading...