loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

বাংলাদেশে গুগল ম্যাপ্সের নতুন ফিচার ঘোষণা


বাংলাদেশে গুগল ম্যাপ্সের নতুন ফিচার ঘোষণা

ম্যাপ্সের নতুন তিনটি ফিচার ঘোষণা করেছে গুগল। কয়েকদিন আগে থেকেই ম্যাপ্সের এই ফিচারগুলোর অস্তিত্ব থাকলেও মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলো গুগল। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফিচারগুলো তুলে ধরেন গুগলের কর্মকর্তারা, একইসঙ্গে এর ব্যবহারও দেখিয়েছেন তাঁরা। 

এই ফিচারগুলো দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে চালু করা হলো বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে নতুন করে ৫০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা, ৮০ লাখ ভবন, ছয় লাখ চাহিদা সম্পন্ন স্থানকে ম্যাপে যুক্ত করেছে গুগল। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

যা যা রয়েছে

মোটরসাইকেল রাইডারদের জন্য গুগল ম্যাপ্সে বাড়তি সুবিধা আনা হয়েছে। ম্যাপ্সে মোটরসাইকেল রাইডারদের জন্য নতুন নেভিগেশন মোড বা পথনির্দেশনামূলক ফিচার এসেছে। যানজট এড়িয়ে সময় বাঁচাতে ফিচারটি সহায়ক বলে মনে করছে গুগল।

বাংলায় ভয়েস নেভিগেশন

নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ্সে বাংলা ভাষায় দিকনির্দেশনা শোনা যাবে। একই সাথে গুগল ম্যাপ্স অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজী ভাষাও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। গুগল ম্যাপ্সে বাংলায় ভয়েস নেভিগেশন সুবিধা নিতে চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে গিয়ে বাংলা (বাংলাদেশ) ভাষা নির্বাচন করতে হবে। 

সেফ্টি ফিচার

অ্যাপ্সে নিজের গন্তব্যে এবং সেখানে কোন পথ দিয়ে যাবেন তা নির্ধারণ করার পরে ‘স্টে সেফার’ ও ‘সেট অফ-রুট অ্যালার্ট্স’-এর মাধ্যমে নিরাপদ-যাত্রার বিষয়টি নিশ্চিত করতে পারবেন ব্যবহারকারী। যানবাহনের চালক গুগল ম্যাপে যাত্রীর বেঁধে দেয়া রুট থেকে যদি ৫০০ মিটার দূরের রুটে যায়, তাহলে মোবাইল ফোনে নোটিফিকেশন চলে আসবে। যাত্রী জানতে পারবেন তিনি তাঁর নির্ধারণ করে দেয়া রুট থেকে কত দূরে আছেন। 

এছাড়াও এই ফিচারের মাধ্যমে যাত্রী তাঁর যাত্রাপথের লাইভ সরাসরি শেয়ার করতে পারবেন। ফলে তাঁর পরিচিতজনেরা দেখতে পারবেন যে তিনি সঠিক পথ দিয়ে যাচ্ছেন কি-না।

এদিন ফিচার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া গুগল ম্যাপ্সের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading...