loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা


ঢাকায় ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা। ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও বোর্ডিং স্কুলের শিক্ষার মান প্রদর্শন ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলার উদ্দেশ্য। ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (এজুকেশন) জিসনু প্রসন্ন মুখার্জী আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা উদ্বোধন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা আগামীকালও চলবে। এরপর ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের পেনিনসুলা হোটেল এবং ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইনে এই মেলা হবে।

জানা গেছে, এই মেলায় ভারতের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ ও বোর্ডিংয়ের শিক্ষা কার্যক্রম প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া মেলা থেকে বিভিন্ন ধরণের কোর্স ফি, ইনস্টলমেন্টসহ অন্যান্য তথ্যও সংগ্রহ করা যাবে।

মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হলো - কাসিগা স্কুল (দেহরাদুন), বিরলা ইন্টারন্যাশনাল স্কুল (রাজস্থান), এমআইটি পুনের বিশ্বশান্তি গুরুকুল (পুনে), ইকোলে গ্লোবাল ইন্টারন্যাশনাল গার্লস স্কুল (দেহরাদুন), দিল্লি পাবলিক স্কুল (দুর্গাপুর), আদিত্য একাডেমি মাধ্যমিক স্কুল (কলকাতা), রেডব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমি (বেঙ্গালুরু), সঞ্জয় ঘোড়াওয়াত ইন্টারন্যাশনাল স্কুল (কোলহাপুর) ইত্যাদি।

মেলায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারামেডিকাল, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, ফার্মেসি, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, স্থাপত্যসহ আরও কিছু বিষয়ে কলেজের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো - এমিটি ইউনিভার্সিটি (কলকাতা), এডামস ইউনিভার্সিটি (কলকাতা), ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি (কলকাতা), জেআইএস ইউনিভার্সিটি (কলকাতা), দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি (বেঙ্গালুরু), শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এজুকেশন অ্যান্ড রিসার্চ, (চেন্নাই), আদিত্য এজুকেশনাল ইনস্টিটিউটস (কালিন্দা), এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্সে এবং টেকনোলজি (চেন্নাই), আচার্য ইনস্টিটিউটস (বেঙ্গালুরু), এআইএমএস ইনস্টিটিউটস (বেঙ্গালুরু), শার্দা ইউনিভার্সিটি (দিল্লি এনসিআর), মানভ রাসনা এজুকেশনাল ইনিস্টিটিউশন (দিল্লি এনসিআর) ও লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (পাঞ্জাব)।

Loading...