loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাকিবের বিপিএল-তরী এবার রংপুরে


সাকিবের বিপিএল-তরী এবার রংপুরে

ঢাকা ডায়নামাইট্স ছাড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রংপুর রাইডার্সে খেলবেন তিনি। বুধবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে সাকিবের সঙ্গে এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর আগে বিপিএল-এর তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ সাল থেকে তিন বছর ঢাকা ডায়নামাইট্সের অধিনায়ক ছিলেন তিনি। ডায়নামাইট্সের হয়ে ২০১৬-১৭ বিপিএল-এর শিরোপাও জিতেছেন সাকিব।

প্রথম বিপিএল-এ (২০১২) খুলনা রয়েল বেঙ্গল্সের হয়ে খেলেছিলেন তিনি। এরপরে যোগ দেন ঢাকা গ্লাডিয়েটর্সে। ২০১২-১৩ মৌসুমে শিরোপা জেতে সাকিবের গ্লাডিয়েটর্স।

২০১৫ সালে এক মৌসুম রংপুর রাইডার্সের হয়ে খেলে পরের বছর ঢাকা ডায়নামাইট্সে এসে দলকে শিরোপা জেতান। এরপরের দুই মৌসুমে রংপুর ও কুমিল্লার কাছে হেরে ট্রফি হাতছাড়া করে ডায়নামাইট্স।

বিপিএল-এর এবারের আসরের পর্দা উঠবে আগামী ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। খেলা মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।

Loading...