loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডেঙ্গু পরীক্ষার কীটসহ ওষুধ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি


ডেঙ্গু পরীক্ষার কীটসহ ওষুধ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ডেঙ্গু পরীক্ষার কীট ও ডেঙ্গুনিরোধ ওষুধসহ অন্যান্য উপকরণ আমদানিতে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও অগ্রীম কর অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৫ অগাস্ট) এনবিআর এ-সংক্রান্ত একটি এসআরও জারি করেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। মূলত ডেঙ্গু পরীক্ষার কীট, ডেঙ্গুনিরোধ ওষুধ ও ডেঙ্গু প্লেটেড অ্যান্ড প্লাসমা পরীক্ষার কীট আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-বিষয়ে এনবিআর সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ডেঙ্গুর প্রার্দুভাব নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ডেঙ্গু নিরোধ ও ডেঙ্গু জ্বরের ওষুধ আমদানির উপর শুল্ক-কর অব্যাহতি প্রদান দেয়া হয়েছে। স্বাস্থ্যখাতে সরকারি সহায়তা বৃদ্ধি ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আমদানিকারক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় শুধুমাত্র ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত পরিমাণ ওষুধ বা উপকরণসমূহ আমদানি করতে পারবেন এবং আমদানিকৃত উপকরণসমূহ মানসম্মত কি-না তা ঔষধ প্রশাসন অধিদফতর নিয়মিত মনিটরিং করবে।

গত মাস থেকে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় ডেঙ্গু শনাক্তকরণ কীটসহ অন্যান্য ওষুধের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ-অবস্থায় ডেঙ্গু শনাক্তরকরণ কীটসহ ডেঙ্গু জ্বরের ওষুধের প্রয়োজনীয় সরবরাহে ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় ওষুধ সরবরাহের লক্ষ্যে ডেঙ্গু-জ্বরের ওষুধ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদান করলো।

Loading...