loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লা লিগায় রিয়াল মাদ্রিদের শুভ সূচনা


লা লিগায় রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

স্পেনের ফুটবল লিগে দারুণ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার (১৭ অগাস্ট) এস্তাদিও বেলাদোসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। ১২ মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান করিম বেনজেমা (১-০)।

৫৬ মিনিটে সেল্টা ভিগোর ডেনিস সুয়ারেজকে ফাউল করেন লুকা মড্রিচ। প্রথমে কোনো কার্ড না দেখালেও পরে ভিডিও রেফারির সাহায্যে মড্রিচকে লাল কার্ড দেখান মাঠের রেফারি। অবশ্য এতে রিয়ালের আক্রমণের ধার মোটেই কমেনি। ৬১ মিনিটে টনি ক্রুস দুরন্ত শটে দলকে আরও এগিয়ে দেন (২-০)।

৮০ মিনিটে লুকাস ভাসকুয়েজ গোলদাতার তালিকায় নাম লেখালে তিন গোলে এগিয়ে যায় রিয়াল।

ম্য্যাচের যোগ হওয়া সময়ে ইকার লোসাদা একটি গোলে শোধ করে ব্যবধান কমায় স্বাগতিক দল। যাহোক, শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিদানবাহিনী।

এই জয়ের পরে জিদান-গ্যারেথ বেলের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে খবরে প্রকাশ। আর তা হলে এই স্প্যানিশ জায়ান্টের জন্য ভালোই হবে বলে সমর্থকদের ধারণা।

Loading...