loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ড্র হয়েছে লর্ডস টেস্ট


ড্র হয়েছে লর্ডস টেস্ট

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৮
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৫০
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৯৬/৪) ৭১ ওভারে ২৫৮/৫ (ডি.) (স্টোক্স ১১৫*, বাট্লার ৩১, বেয়ারস্টো ৩০*; কামিন্স ৩-৩৫, সিডল ২-৫৪)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৬৭) ৪৭.৩ ওভারে ১৫৪/৬ (লাবুস্কাগ্নি ৫৯, হেড ৪২*, ব্যানক্রফট ১৬; আর্চার ৩-৩২, লিচ ৩-৩৭)
ফলাফল: ড্র
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের দুটি শেষে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যান অফ দি ম্যাচ: বেন স্টোক্স (ইংল্যান্ড)

এই টেস্টে একাধিক স্মরণীয় ঘটনার সঙ্গে ছিলো বৃষ্টির বাগড়া। সব মিলিয়ে শেষ পর্যন্ত ড্র-ই হলো অ্যাশেজের লর্ডস টেস্ট। প্রায় দুইদিন বৃষ্টিতেই ভেসে গেছে, তারপরেও ড্র হওয়া এই টেস্টে উল্লেখযোগ্য ঘটনা একেবারে কম নয়।

বেন স্টোক্সের দারুণ শতরানে ইংল্যান্ড পেয়েছে ইনিংস ঘোষণার সুযোগ। প্রথম ইনিংসে জোফ্রা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়েও স্টিভেন স্মিথের ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলা, ক্রিকেট ইতিহাসের প্রথম ‘কনকাশন’ বদলি হিসেবে খেলতে নেমে ইতিহাস গড়া মার্নাস্ লাবুস্কাগ্নির ব্যাটিং মনে রাখার মতাে। 

যাহোক, ম্যাচ বাঁচাতে না পারলেও প্রথম টেস্ট জেতায় সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। 

চতুর্থ দিন দলের বিপর্যয়ে ব্যাট হাতে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন স্টোক্স, অপরাজিত ছিলেন তিনি। রোববার (১৮ অগাস্ট) ম্যাচের শেষদিনে পাঁচ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের আট রানের লিড ছিল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৭। তখন বাকি সম্ভাব্য ৪৮ ওভার। তাই উইকেটে টিকে থাকাই মূলত অস্ট্রেলিয়ার সামনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর্চারের প্রথম স্পেলের বোলিংয়ে সেই লক্ষ্যটাও যেনো কঠিন হয়ে ওঠে অজিদের সামনে। তবে ট্রাভিস হেড ও লাবুস্কাগ্নি প্রতিরোধ গড়ে তোলেন।

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নামেন লাবুস্কাগ্নি। কিছুদিন আগেই আইসিসি নিয়মে এই সাব-এর অন্তর্ভূক্তি এনেছে - যেখানে কেউ মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লে তাঁর বদলি হিসেবে অন্য ক্রিকেটার খেলতে পারবেন। মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে স্মিথ খেলতে না পারায় সুযোগ পান লাবুস্কাগ্নি।

সুযোগ বেশ ভালোই কাজে লাগিয়েছেন এই লেগস্পিনার ও ব্যাট্সম্যান। দলের দুঃসময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১০০ বলে ৫৯ রান। ট্রাভিস হেড ৪২ রানে অপরাজিত থেকে দলকে শেষ পর্যন্ত টেনে নেন ড্রয়ের দিকে।

এদিন ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোক্স।

Loading...