loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গ্রিজম্যানের সঙ্গে বার্সেলোনার চুক্তি পাকা!


গ্রিজম্যানের সঙ্গে বার্সেলোনার চুক্তি পাকা!

গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে হারানোর পর থেকেই নতুন ফুটবলার কিনতে মুখিয়ে রয়েছে বার্সেলোনা। পলিনহো-ডেম্বেলেকে কিনলেও তৃপ্ত নয় স্পেনের জায়ান্ট ক্লাবটি। তাদের চোখ এখনও লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিনহোর দিকে। তবে এর মধ্যেই গুঞ্জন, এবার অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তনিও গ্রিজম্যানকে কিনতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

শুধু তাই নয়, স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো বলছে, অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার গ্রিজম্যানের সঙ্গে বার্সেলোনার চুক্তি প্রায় পাকা। কয়েকদিন আগে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ নাকি গ্রিজম্যানের পরিবারের সঙ্গে একত্রে বসে ডিনারও করেছে। আর সেই ডিনার করার সময়ই আলোচনা চূড়ান্ত হয়েছে বলে তাদের দাবি!

গ্রিজম্যানের বোনই এজেন্ট হিসেবে কাজ করছেন। যে কারণেই আলোচনাটা তুঙ্গে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, গ্রিজম্যানকে কেনার জন্য আট কোটি ৮০ লক্ষ পাউন্ড ট্রান্সফার ফি গুনতে হবে স্পেনের জায়ান্ট ক্লাবটিকে।

গত কয়েক মৌসুম ধরেই অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন গ্রিজম্যান। যদিওবা এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ফরাসি তারকা। তাই গুঞ্জন শুরু হয়, অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন কোথাও ঠিকানা গড়তে পারেন গ্রিজম্যান। যদিওবা তার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তি-স্বাক্ষর ২০২২ সাল পর্যন্ত।

ফরাসি ক্লাব পিএসজির কাছে নেইমারকে হারালেও চলিত মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় উড়ছে আর্নেস্তো ভালভার্দের দল। রোববারও বড় জয় পেয়েছে দিপোর্তিভো লা করুনার বিপক্ষে। এই জয়ে শিরোপা পুনরুদ্ধারে আরও একধাপ এগিয়ে গেল মেসি-ইনিয়েস্তারা।

সূত্রঃ প্রিয় ডট কম

Loading...