loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দলে যোগ দিয়েও একাদশে ঠাঁই হল না সাকিবের


দলে যোগ দিয়েও একাদশে ঠাঁই হল না সাকিবের

সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ব্যাটে-বলে দারুণ ঝলক দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) নিজ দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের সঙ্গে যোগ দিলেও রবিবার (৯ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে।

আগের ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ে স্বাগতিকদের মুখোমুখি হয় কেকেআর। আর এই ম্যাচে উইনিং কম্বিনেশনের কারণে একাদশে রাখা হয়নি সাকিবকে। এদিকে, এদিন স্পিনার পীযূষ চাওলার পরিবর্তে একাদশে রাখা হয়েছে অনিকেত রাজপুতকে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টি২০তে হ্যাটট্রিক করা লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে রাখা হয়েছে মুম্বাই একাদশে।

সূত্রঃ রিপোর্ট ২৪

Loading...