loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অ্যাপল কর্মীকে দলে টানলো গুগল


অ্যাপল কর্মীকে দলে টানলো গুগল

২০১২ সাল থেকে আইফোন চিপের নকশার কাজ করছিলেন জনপ্রিয় এই চিপ ডিজাইনার।  এবার নিজেদের ডিভাইসগুলোর জন্য নিজস্ব চিপ তৈরির লক্ষ্যে তাকে গুগলে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

শনিবার ডিজিটাল ট্রেন্ডস-এর এক প্রতিবেদনে বলা হয়, “পিক্সেল ফোনের মতো ডিভাইসগুলোর জন্য নিজস্ব চিপসেট তৈরির অংশ হিসেবেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।”

ব্রুনো’র লিংকডইন প্রোফাইল থেকে দেখা গেছে, গ্রাফিক্স বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর অ্যাপলে যোগ দেওয়ার আগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি’র প্রধান প্রকৌশলী ছিলেন তিনি।

ব্রুনো’র নিয়োগের মাধ্যমে স্মার্টফোনের জন্য পুরোদমে বিশেষ ধরনের চিপ তৈরির লক্ষ্যে এগোচ্ছে গুগল, এমনটাই ধারণা করা হচ্ছে।

বর্তমানে পিক্সেল ২ স্মার্টফোনে ‘পিক্সেল ভিজুয়াল কোর’ ইমেজিং চিপ ব্যবহার করছে গুগল। এটিও একটি বিশেষায়িত চিপ।

পিক্সেল ছাড়াও নেক্সাস ডিভাইস রয়েছে গুগলের। এই ডিভাইসগুলোর সবচেয়ে ভালো দিক বলা হয় এর সফটওয়্যার অভিজ্ঞতা। স্টক অ্যান্ড্রয়েড এবং দ্রুত সফটওয়্যার আপডেটের জন্যই বেশি  জনপ্রিয় গুগলের স্মার্টফোনগুলো।

ডিজিটাল ট্রেন্ডস-এর প্রতিবেদনে আরও বলা হয়, “গুগল যদি এমন চিপ তৈরি করতে পারে যা বাজারের অন্য চিপের তুলনায় দ্রুতগতির এবং কম শক্তি খরচ করে তবে গ্রাহকরা স্যামসাং বা অন্যান্য ডিভাইস কেনার পরিবর্তে গুগল স্মার্টফোনে আরও বেশি আকৃষ্ট হবেন।”

এর আগেও অ্যাপলের কয়েকজন অভিজ্ঞ চিপ প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে গুগল।

সূত্র: বিডি নিউজ ২৪

Loading...