loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অভিনেতা পার্থ মুখোপাধ্যায় চলে গেলেন পরপারে


অভিনেতা পার্থ মুখোপাধ্যায় চলে গেলেন পরপারে

অভিনেতা পার্থ মুখোপাধ্যায় চলে গেলেন পরপারে। সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৯৪৭ সালের ২১শে সেপ্টেম্বর জন্ম পার্থ মুখোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম করেছিলেন তিনি।

সঙ্গীত পরিচালক অসীমা ভট্টাচার্য তার স্ত্রী। অসীমা নিজেও ছোট পর্দায় অভিনয় করেছেন। ধন্যি মেয়েতে উত্তম কুমারের ভাই বগলাচরণের চরিত্রটিতে পার্থ অসামান্য অভিনয় করেছিলেন। বাংলা ছবিসহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৫৬ সালে পরিচালক চিত্ত বসু পরিচালিত মা ছবিতে শিশু অভিনেতা হিসেবে সিনেমার অভিষেক হয়েছিল তার। তবে বেশিরভাগ সময়েই ছিলেন সহ-অভিনেতা। সে সময়কার দাপুটে অভিনেতা-অভিনেত্রীদের ভাই বা ছেলের চরিত্রে তাকে ছাড়া কাউকে ভাবা যেত না। উত্তমকুমারের সঙ্গে উল্লেখযোগ্য কাজ করেছেন। ফরিয়াদ ছবিতে সুচিত্রা সেনের ছেলের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। অভিনয় করেছেন তপন সিংহর আপনজন, অতিথির মত বেশ কয়েকটি ছবিতে। অগ্নীশ্বর, বাঘ বন্দি খেলা, বালিকা বধূ, অমর পৃথিবীসহ বহু বাংলা সিনেমায় তার অভিনয় দর্শক মনে রেখেছেন। ভালো গানও গাইতেন তিনি।

সূত্র: মানবজমিন

Loading...