loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় দিনের জন্য দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী বার্তা সংস্থা ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যে কোনো ধরণের শ্যুটিংসহ সব ধরণের কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিনেট নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওইদিন নতুন কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে।

সূত্র: ঢাকা টাইমস ২৪

Loading...