loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চালকবিহীন গাড়ি আনছে ব্ল্যাকবেরি


চালকবিহীন গাড়ি আনছে ব্ল্যাকবেরি

গুগলের আদলে চালকবিহীন গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন সংস্থা ব্ল্যাকবেরি। এ জন্য কানাডায় গবেষণাগারও চালু করছে তারা। গবেষণাগারটিতে ঠিক কোন ধরনের চালকবিহীন গাড়ি তৈরি হবে তা এখনও পর্যন্ত জানায়নি সংস্থাটি। শুধু সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে গাড়ি তৈরি হবে তা অন্য সংস্থার তৈরি ড্রাইভারলেস গাড়ির থেকে অনেকটাই সস্তা।

কয়েক বছর ধরেই স্মার্টফোন বাজারে বেশ পিছিয়ে পড়েছে ব্ল্যাকবেরি। লোকসান কমাতে সম্প্রতি নিজেদের অপারেটিং সিস্টেমের গণ্ডি পেরিয়ে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন বাজারে আনছে সংস্থাটি। শুধু অপারেটিং সিস্টেমই নয়, প্রথমবারের মতো নিজেদের স্বতন্ত্র কি-বোর্ড সরিয়ে টাচ টেকনোলজির স্মার্টফোন তৈরি করেছে।

সূত্র:  বাংলাদেশ প্রতিদিন

Loading...