loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রোমঞ্চকর ম্যাচে সার্বিয়া-ক্যামেরুনের পয়েন্ট ভাগাভাগি


রোমঞ্চকর ম্যাচে সার্বিয়া-ক্যামেরুনের পয়েন্ট ভাগাভাগি

ক্যামেরুন ও সার্বিয়া – দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। সোমবার (২৮ নভেম্বর) নিজেরা যখন পরস্পরের মুখোমুখি, ম্যাচটা ছিল তাই বাঁচা-মরারই। নিজেদের অস্তিত্বের প্রশ্নে ম্যাচের প্রতিটি মিনিটই দুই দল লড়াই করেছে দারুণভাবে। আক্রমণ-পাল্টা আক্রমণে উপভোগ্য এক ম্যাচই হলো। গোল-পাল্টা গোলের উপভোগ্য এই ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত রইলো ৩-৩ গোলে। এই ড্রয়ে শেষ ষোলোর সম্ভাবনা টিকিয়ে রাখলো দুই দলই। এক পয়েন্ট নিয়ে ক্যামেরুন শেষ ম্যাচে লড়বে ব্রাজিলের বিপক্ষে; সার্বিয়ার প্রতিপক্ষ সুইটজাল্যান্ড। এবারের বিশ্বকাপে এটিই দুই দলের প্রথম পয়েন্ট। প্রথম ম্যাচে সার্বিয়া ২-০ গোলে ব্রাজিলের কাছে, সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুন হেরেছে ১-০ গোলে।

কাতার বিশ্বকাপে ছয় গোলের রোমঞ্চকর এক ম্যাচে সার্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো ক্যামেরুন। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় আল-ওয়াকরাহ’র আল-জানুব স্টেডিয়ামে সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচটি জিততেই নেমেছিল আফ্রিকান অদম্য সিংহ ক্যামেরুন ও ইউরোপিয় ফুটবলের অন্যতম শক্তি সার্বিয়া। যাহোক, ৩-৩ গোলে ড্র হয়েছে হাই ভোল্টেজ ম্যাচটি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল সার্বিয়া ও ক্যামেরুন। ফলে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এদিন জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল না দল দুটির সামনে।

২৯ মিনিটে ক্যামেরুনের জিন-চার্লস কাস্তেলেত্তো প্রথমে গোল করে দলকে এগিয়ে নিলেও প্রথমার্ধের ইনজুরি সময়ে পরপর দুই গোল করে ম্যাচের সাময়িক নিয়ন্ত্রণ নেয় সার্বিয়া। ইনজুরি টাইমে স্ট্রাহিনজা পাভলোভিচ ও সার্গেই মিলিনকোভিচ-সাভিচ গোল করে সার্বিয়াকে এগিয়ে দেন।

এরপরে, ৫৩ মিনিটে সার্বিয়ার আলেক্সান্দার মিট্রোভিচ দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। যাহােক, ৬৩ ও ৬৬ মিনিটে ক্যামেরুনের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনসেন্ট আবুবকর ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল সার্বিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয় ক্যামেরুন।

আগামী ২ ডিসেম্বর দোহার ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে সুইটজাল্যান্ডের মোকাবেলা করবে সার্বিয়া। একই রাতে লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ক্যামেরুন।

Loading...