loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ম্যাচ শেষে লালকার্ড দেখলেন দক্ষিণ কোরিয়ার কোচ বেন্টো


ম্যাচ শেষে লালকার্ড দেখলেন দক্ষিণ কোরিয়ার কোচ বেন্টো

কাতার বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে সোমবার (২৮ নভেম্বর) ‘এইচ’ গ্রুপে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রতিবাদ করায় রেফারি এন্থনি টেইলর দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্টোকে লালকার্ড দেখিয়েছেন। এদিন দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট খেলানো হয়েছে।

অবশ্য সেই ম্যাচে হারলেও দক্ষিণ কোরিয়ার শেষ ষোলোয় উঠার আশা এখনো শেষ হয়ে যায়নি। পুরো ম্যাচে এশিয়ার পরাশক্তিরা দাপটের সাথেই খেলেছে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি কর্নারও পেয়েছিল দলটি। কিন্তু, কর্নার কিক নেওয়ার আগেই খেলা শেষের বাঁশি বাজান টেইলর।

দক্ষিণ কোরিয়া মনে করেছিল, কর্নার থেকে শেষ সুযোগটি হয়তো তাঁরা কাজে লাগাতে পারবে। শেষ বাঁশি বাজার সাথে সাথে ডাগ আউট থেকে কোচসহ পুরো দক্ষিণ কোরিয়ার দল দৌঁড়ে এসে টেইলরের সাথে বিতর্কে লিপ্ত হয়। বেন্টো সরাসরি টেইলরের দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ করতে থাকেন – যা ইংলিশ রেফারির দৃষ্টিতে ভালো মনে হয়নি; সাথে সাথে তিনি বেন্টোকে লালকার্ড দেখান।

বেন্টো এই কার্ডের কারণে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। তিনি উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই হলুদকার্ড দেখেছিলেন।

দক্ষিণ কোরিয়ার কোচের দায়িত্ব নেওয়ার আগে বেন্টো ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে কাজ করেছেন। স্পোর্টিং সিপি ও পর্তুগালের সাবেক এই মিডফিল্ডার ২০১৮ সালের অগাস্টে দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে নিয়োগ পান। তিনি মাত্র ৩৫ বছর বয়সে স্পোর্টিং সিপির দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-০৬ মৌসুমে তাঁর অধীনে পর্তুগিজ ক্লাবটি ঘরোয়া লিগে এফসি পোর্তোর পরে দ্বিতীয় স্থানে থেকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

Loading...