loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আয়কর রিটার্ন জমা দেওয়ার যাবে ১ জানুয়ারি পর্যন্ত


আয়কর রিটার্ন জমা দেওয়ার যাবে ১ জানুয়ারি পর্যন্ত

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর কর্তৃপক্ষ জানায়, ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। 

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময় বৃদ্ধি করেছিল এনবিআর। এখন সেটাকে আরও একদিন বাড়ানো হলো।

Loading...