loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা


আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের সমাপ্তি ঘটলো আখেরি মোনাজাতের মধ্যদিয়ে। রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। মোনাজাতে বিশ্ব শান্তি, সারাদুনিয়ার মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পরিপূর্ণ হেদায়েত ও সর্বশক্তিমান আল্লাহর সব হুকুম মানা, আর নবী করীম (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা করার তৌফিকের জন্য আল্লাহর দরবারে আকুতি জানানো হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লী অংশ নিয়েছেন। ইজতেমাস্থল ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গী সংলগ্ন তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও হেঁটে ময়দানে এসেছিলেন।

দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লী গত তিন দিন ধরে ময়দানে জমায়েত হন। এখানে তাঁরা সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমল করেছেন। পাপ থেকে মুক্তি চেয়ে সর্বশক্তিমানের দরবারে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় শুক্রবার (২০ জানুয়ারি) বাদফজর আমবয়ানের মধ্য দিয়ে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বয়ান দেওয়া হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা।

এর আগে, গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় চলতি বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার উত্তর পার্শ্বে গাজীপুর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে বসে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল, এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষজন ইজতেমায় মাঠে আসেন। লাখো মানুষে মুখরিত তুরাগতীরে অনেকে পৌঁছাতে না পেরে রাস্তাতেই মোনাজাতে অংশ নেন। অনেকেই আবার খোলা মাঠে, যানবাহনে, বহুতল ভবন ও বাসার ছাদে থেকে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

Loading...