loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অবশেষে জয়ের দেখা পেলো ঢাকা ডমিনেটর্স


অবশেষে জয়ের দেখা পেলো ঢাকা ডমিনেটর্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আগের ম্যাচগুলোতে ব্যর্থ সৌম্য সরকার এদিন ৪৫ বলে ৫৭ করলেও খুলনা টাইগার্সের নাহিদুল ইসলামের (ছয় রানে চার উইকেট) নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে থামতে হয়েছে ১৯.৪ ওভারে মাত্র ১০৮ রান করে। ফলে, টানা সপ্তম পরাজয় চোখ রাঙাচ্ছিল দলটিকে। যাহােক, স্বল্প পুঁজি সত্ত্বেও তাঁদের বোলাররা জ্বলে উঠেছিলেন দারুণভাবে। পেসার তাসকিন আহমেদের (নয় রানে চার উইকেট) নেতৃত্বে দলটি বিশেষ আধিপত্য দেখিয়েছে খুলনার ওপর। আর তাতে প্রতিপক্ষকে মাত্র ৮৪ রানে গুঁড়িয়ে দিয়ে নাসির হোসেনের ঢাকা অবশেষে পেলো বহু আকাঙ্ক্ষিত এক জয়।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিপিএল-এ দিনের দ্বিতীয় খেলায় দেখা গেছে চরম নাটকীয়তা। লো-স্কোরিং এই ম্যাচে ২৪ রানে জয় পেয়েছে ঢাকা।

টসে হেরে আগে ব্যাট করে নাসিরবাহিনী দুই বল বাকি থাকতে ১০৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে, খুলনার ব্যাটিং ছিল আরও অনুজ্জ্বল। ২৭ বল বাকি থাকতেই ইয়াসির আলির দল অলআউট হয় মাত্র ৮৪ রানে। তামিম ইকবালের ২৩ বলে ৩০ এবং ইয়াসির আলির ২৪ বলে ২১ রান দলের পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।

ঢাকা এবারের বিপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ছয় উইকেটে জিতেছিল। এরপর টানা ছয় ম্যাচে পরাজিত হয় দলটি। যাহোক, তাঁদের ধারাবাহিক ব্যর্থতার অবসান ঘটলো সেই খুলনাকে হারিয়েই।

এই জয়ে আসরের পয়েন্ট তালিকার তলানি থেকে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ঢাকা। আট ম্যাচে দলটির পয়েন্ট চার। দুই ম্যাচ কম খেলা খুলনার অর্জনও সমান পয়েন্ট। তবে, নেট রান রেটে এগিয়ে পাঁচ নম্বরে রয়েছে দলটি।

Loading...