loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শেষ ম্যাচ জিতেও সেমিতে উঠতে ব্যর্থ জুনিয়র টাইগ্রেসরা


শেষ ম্যাচ জিতেও সেমিতে উঠতে ব্যর্থ জুনিয়র টাইগ্রেসরা

কাগজে-কলমে টিকে থাকলেও আসর থেকে বাদ পড়া এক প্রকার নিশ্চিতই ছিল বাংলাদেশের। তবুও অবিশ্বাস্য কিছু করে ফেলার আশায় নেমেছিল অনূর্ধ্ব-১৯ নারী দল। তেমন কিছু না পারলেও ম্যাচ জিতেই আসর শেষ করেছে ক্ষুদে বাঘিনীরা। আরব আমিরাতকে উড়িয়ে দিয়েও রানরেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে তাঁদের। বুধবার পচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৬৯ রান করে আমিরাত। জবাবে, ৬৫ বল হাতে রেখেই ম্যাচ জেতে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সমান ছয় পয়েন্ট বাংলাদেশের। তবে, রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হলো দিশা বিশ্বাসের দলকে। অন্যদিকে, সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া ও ভারত।

সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতেও প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করলো জুনিয়র টাইগ্রেসরা।

সুপার সিক্সে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ পাঁচ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট বাংলাদেশের। ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টও বাংলাদেশের সমান ছয়। তবে, এই চার দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০, বাংলাদেশের ১.২২৬ ও দক্ষিণ আফ্রিকার ০.৩৭৪।

সেমিফাইনালে খেলতে হলে আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের সমীকরণ ছিল বাংলাদেশের সামনে।

এদিন টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই আরব আমিরাতকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। সেই চাপ সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ পায়নি আরব আমিরাত। ২০ ওভারে নয় উইকেটে মাত্র ৬৯ রান করতে পেরেছে দলটি। তাঁদের মাত্র দুইজন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পেরেছেন। 

বাংলাদেশের রাবেয়া খান ১৪ রানে তিন উইকেট শিকার করেছেন। মারুফা আক্তার ১৬ রানে পেয়েছেন দুই উইকেট।

জবাবে, বাংলাদেশ দল ২২ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে। পরে, জয়ের কাছাকাছি পৌঁছে আরও দুই উইকেট হারান তাঁরা। যাহােক, শেষ পর্যন্ত, দশম ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। 

স্বর্ণা আক্তার ১৯ বলে ৩৮, আফিয়া প্রত্যাশা ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেছেন।

এই আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোই জিতেছিল বাংলাাদেশ। তবে, সুপার সিক্সের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে পরাজিত হয় দিশার দল।

Loading...