loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস: ২৯ কারখানা পাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিনিয়োগবিষয়ক আলোচনা অনুষ্ঠিত


বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিনিয়োগবিষয়ক আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ ও সুইডেন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সবুজ জ্বালানি ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আইসিটি খাতে সুইডিশ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব বিষয় উঠে আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইসু নিয়ে সুইডেনের রাষ্ট্রদূতকে বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান। রাষ্ট্রদূত এ-বিষয়ে তাঁর দেশের অব্যাহত সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর সুইডিশ সমকক্ষের অভিনন্দনপত্রও হস্তান্তর করেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী এদিন দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর নতুন মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

Loading...