loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৯ থেকে ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস: ২৯ কারখানা পাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

শ্রীলংকার কাছে টাইগারদের টি-২০ সিরিজ পরাজয়


শ্রীলংকার কাছে টাইগারদের টি-২০ সিরিজ পরাজয়

স্বাগতিক বাংলাদেশ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে পরাজিত হলো। টাইগাররা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার (৯ মার্চ) শ্রীলংকার কাছে ২৮ রানে হেরেছে। ফলে, শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন এবারও পূরণ হলো না। এদিন হ্যাটট্রিকসহ ২০ রানে পাঁচ উইকেট শিকার করেছেন ম্যাচ-সেরা নির্বাচিত হওয়া থুশারা। প্রথম ম্যাচ শ্রীলংকা তিন রানে এবং পরেরটিতে বাংলাদেশ আট উইকেটে জিতেছিল।

সিরিজ-নির্ধারণী ম্যাচে শ্রীলংকা প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে সাত উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। তিনি ছয়টি করে চার-ছক্কায় ৫৫ বলে ক্যারিয়ার-সেরা ৮৬ রানের ইনিংস খেলেছেন। 

জবাবে, বাংলাদেশ নুয়ান থুশারার হ্যাটট্রিকে ৩২ রানে চার উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে। তারপরও টাইগাররা রিশাদ হোসেনের ৩০ বলে ৫৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৪৬ রানে করে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা থেকে রক্ষা পায়।  

এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। টাইগাররা আগের দুই ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করেছিল। মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহর পরে বাংলাদেশ দলের তৃতীয় অধিনায়ক হিসেবে তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই টস জিতলেন শান্ত।

দুই দল আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

Loading...