loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রামাদানে ঢাকা মেট্রোরেলের নতুন সময়সূচি


রামাদানে ঢাকা মেট্রোরেলের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রামাদান মাসের প্রথম ১৫ দিন ঢাকা মেট্রোরেলের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল-এর সভাকক্ষে রোববার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

তিনি জানান, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

তিনি আরও জানান, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিন-এ ফেলতে হবে; যেখানে-সেখানে ফেলা যাবে না। 

ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে।

Loading...