loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘কোভিড-১৯ মানুষের আয়ু ১.৬ বছর কমিয়েছে’


‘কোভিড-১৯ মানুষের আয়ু ১.৬ বছর কমিয়েছে’

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রথম দুই বছরে মানুষের গড় আয়ুষ্কাল ১.৬ বছর কমেছে। আয়ু কমে যাওয়ার এই হার অনুমানের চেয়ে বেশ কিছুটা বেশি। একটি বড় গবেষণার ফলাফল থেকে মঙ্গলবার (১২ মার্চ) এ-তথ্য জানানো হয়েছে। গবেষকদের ধারণা, মেক্সিকো সিটি, পেরু ও বলিভিয়ায় আয়ু সবচেয়ে বেশি কমেছে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেই প্রতিষ্ঠানের গবেষকদের মতে, বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড-১৯ মহামারি অর্ধ-শতাব্দীতে সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনও ঘটনার চেয়ে আরও গভীর প্রভাব ফেলেছে। তাঁরা বলেছেন, ১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে গড় আয়ু ২৩ বছর বৃদ্ধি পেয়ে ৪৯ থেকে ৭২ বছর হয়েছিল।

কোভিড মহামারির ২০২০-২০২১ সময়কালে সরাসরি ভাইরাস থেকে, অথবা পরোক্ষভাবে মহামারি-সম্পর্কিত কারণে অতিরিক্ত ১৫.৯ মিলিয়ন লোকের মৃত্যু হয়। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমানের চেয়ে এক মিলিয়ন বেশি মৃত্যু।

মহামারি না-থাকলে কতজনের মৃত্যু হতে পারতাে – সেই অনুমিত হিসাবের সাথে মোট মৃত্যুর সংখ্যা তুলনা করে অতিরিক্ত মৃত্যুর হিসাব করা হয়।

Loading...