loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস: ২৯ কারখানা পাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুলের পরাজয়, ম্যানইউ-এর শেফিল্ড অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, টাইগারদের সিরিজ শুরু দারুণ জয়ে


শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, টাইগারদের সিরিজ শুরু দারুণ জয়ে

স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণ এক জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু করলো। সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৩ মার্চ) ছয় উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন শান্ত। এছাড়া মুশফিকুর রহিম করেছেন অপরাজিত ৭৩ রান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৫ রান করে সফরকারী শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন জানিত লিয়ানাগে। এছাড়া, ৫৯ রান করেন দলটির অধিনায়ক কুশল মেন্ডিস।

জবাবে, শান্তর ইনিংসে ভর করে ৩২ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

সিরিজের পরবর্তী দুই ম্যাচ একই মাঠে আগামী ১৫ মার্চ ও ১৮ মার্চ হবে।

ম্যাচ-সেরা: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)

Loading...