loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৯ থেকে ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস: ২৯ কারখানা পাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

অস্ট্রেলিয়ার কাছে টাইগ্রেসদের পরাজয় বড় ব্যবধানেই


অস্ট্রেলিয়ার কাছে টাইগ্রেসদের পরাজয় বড় ব্যবধানেই

বাংলাদেশ নারী দল টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল। প্রায় ৪০ ওভার পর্যন্ত লাগাম ছিল তাঁদের হাতে। কিন্তু এরপর অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংয়ে ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া। এরপর বাকি কাজ শেষ করেন বোলাররা। টাইগ্রেসরা অস্ট্রেলিয়া দারুণ নিয়ন্ত্রিত বোলিং-অসাধারণ ফিল্ডিংয়ের সামনে ১০০ রানও করতে পারেনি। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েই সিরিজ শুরু করলো।

বাংলাদেশ দল ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৩ রান করে। জবাবে, নিগার সুলতানা জ্যোতির দল ৩৬ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায়।

এদিন সোবহানা, মুর্শিদা ও জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটারই দুই অংক স্পর্শ করতে পারেননি। আর সেট হওয়া এই তিন ব্যাটারই পারেননি ইনিংস লম্বা করতে। বাংলাদেশ টানা তিন উইকেট হারায় রানআউটের কারণে। ফাহিমা খাতুন ও রিতু মনির পরে অধিনায়ক জ্যােতিও ফেরেন রানআউটে। এরপর কিম গার্থ, স্পিনার অ্যাশ্লি গার্ডনারের তোপে নেতিয়ে যায় বাংলাদেশ দল। ফলে, একশ রানও হয়নি।

জ্যােতি সর্বোচ্চ ২৭ রান করেছেন। সোবহানা ১৭ ও মুর্শিদা ১০ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে গার্ডনার ২২ রান খরচ করে শিকার করেন তিন উইকেট। দুইটি উইকেট পেয়েছেন গার্থ।

অবশ্য এদিন নাহিদা আক্তার নতুন এক মাইলফলক গড়েছেন। এই স্পিনার ওয়ানডে ক্রিকেটে এখন বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারি। তিনি ৪১ ম্যাচে ৩৯ ইনিংসে বোলিং করে পেয়েছেন ৫৩ উইকেট। সালমা খাতুন ৫২ উইকেট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন। 

নাহিদা টি-টোয়েন্টিতেও ৮৬ উইকেট নিয়ে বাংলাদেশের সবার ওপরে রয়েছেন।

Loading...