loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের


ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

পুরো ৯০ মিনিট গোলশূন্য ছিল; তবে যোগ হওয়া সময় দেওয়া হলো আট মিনিট। বাংলাদেশ দল এই সময়টুকু কাটিয়ে দিতে পারলে অন্তত ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারতো। কিন্তু তা আর হলো না। ফিলিস্তিন ৯৪ মিনিটে গোল করে নাটকীয়ভাবে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে। জামাল ভূইয়ারা ২১ মার্চ কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে প্রথম লেগে উড়ে গিয়েছিল পাঁচ গোলে। পাঁচ দিনের মধ্যে মঙ্গলবার (২৬ মার্চ) ড্রয়ের সম্ভাবনা জাগিয়েই শেষ রক্ষা হলো না। বাংলাদেশ গত ২১ নভেম্বর কিংস অ্যারেনাতেই বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের সঙ্গে ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছিল। এবার ড্রয়ের তৃপ্তি পেতে-পেতেও পাওয়া হলো-না। বসুন্ধরা কিংস অ্যারেনায় পঞ্চম ম্যাচে এই প্রথম পরাজিত হতে হলো।

বাংলাদেশ দল পুরো ম্যাচ অসাধারণ লড়াই করেও অতিরিক্ত সময়ে মুহূর্তের অমনোযোগিতায় গোল হজম করে ম্যাচটা হারলো। হাভিয়ের কাবরেরার দলের বসুন্ধরা কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ডটাও ভাঙলো। ঘরের মাঠে পয়েন্ট পাওয়ার খুব কাছে গিয়ে শেষ পর্যন্ত ১-০ গোলের হারটা মেনে নিতে হয়েছে।

বাংলাদেশ দল কুয়েতে একই প্রতিপক্ষের কাছে ৫-০ গোলে হারের পরে মঙ্গলবার (২৬ মার্চ) ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল। ফিলিস্তিনকে সামলে নিজেরাও গোলের সুযোগ তৈরি করেছিল। সেই গোল পাওয়া না-হলেও একটি পয়েন্ট এই ম্যাচ থেকে পেতেই পারতো বাংলাদেশ। তবে গোলশূন্য অবস্থায় অতিরিক্ত ওই সময়টুকুতে রক্ষণভাগ মুহূর্তের জন্য যে-অবিন্যস্ত হয়েছিল, তাতেই সর্বনাশটা হয়ে গেছে। মুসাব বাত্তাতের ক্রস বদলি নামা ইসলাম বাতরান হেডে বক্সে ফেলার পর আনমার্কড মিলাদ তেরমানিনি কোনাকুনি শটে বল জাল স্পর্শ করিয়েছেন।

এর আগে ফয়সাল আহমেদ ওয়ান অন ওয়ানে সুযোগ পেয়েও বাংলাদেশকে এগিয়ে দিতে পারেননি। ফিলিস্তিন গোলরক্ষক এগিয়ে এসে তাঁর শট ব্লক করেছেন। ওদিকে ফিলিস্তিনের শেহাব কুম্বরের হেডে অসাধারণ সেইভ করেছেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। দ্বিতীয়ার্ধেও দুইটি ভালো সেইভের পর চোট পেয়ে সেই মিতুলকে উঠে যেতে হলে মেহেদী হাসান শ্রাবণ নেবেন।

তাঁকেই গোলটা শেষ পর্যন্ত হজম করতে হয়েছে। যোগ করা সময়ের শুরুতে মন্দ আচরণের কারণে ফিলিস্তিনের আহমেদ মাহজানেহ লালকার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন। বাংলাদেশও শেষ মুহূর্তে গোলের চেষ্টা করে গেছে। বিপরীতে অন্য প্রান্তে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছে ফিলিস্তিনিরা।

বাংলাদেশ দলকে ফিলিস্তিনের কাছে টানা সপ্তম ম্যাচ হারতে হলো। দুই দেশের প্রথম ম্যাচটাই শুধু ড্র হয়েছিল, সেই ২০০৬ সালে।

Loading...