loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অস্ট্রেলিয়ার কাছে টাইগ্রেসরা হোয়াইটওয়াশ


অস্ট্রেলিয়ার কাছে টাইগ্রেসরা হোয়াইটওয়াশ

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৬.২ ওভারে ৮৯ (জ্যােতি ১৬, মারুফা ১৫, সুলতানা ১০; গার্থ ৩-১১, গার্ডনার ৩-২৫, পেরি ২-১৭, মলিনিউ ২-২৩)
অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ৯৩/২ (হিলি ৩৩, পেরি ২৭*, মুনি ২১; রাবেয়া ১-২১, সুলতানা ১-৩৫)
ফলাফল: অস্ট্রেলিয়া আট উইকেটে জয়ী

এই একদিনের সিরিজটি সাম্প্রতিক সময়ে ঘরে-ঘরের বাইরে দারুণ সময় কাটানো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পরিচয় করিয়ে দিলো অন্যরকম এক বাস্তবতার সঙ্গে। যেখান থেকে দ্রুতই বেরিয়ে আসতে চাইবে নিগার সুলতানা জ্যােতির দল। টাইগ্রেসরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই হেরেছিল; শেষ ওয়ানডে হারায় ধবলধোলাইও ঠেকানো যায়নি। অবশ্য আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে তাঁদের।

বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমেই অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো। নিগার সুলতানা জ্যােতির দল সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার (২৭ মার্চ) অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটে পরাজিত হয়েছে। টাইগ্রেসরা প্রথম ওয়ানডে ১১৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে হেরেছিল।

বাংলাদেশ নারী দল এই প্রথমবার ঘরের মাঠে প্রথম কোনো ওয়ানডে সিরিজে এবং নিজেদের ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে এই নিয়ে তৃতীয়বার হোয়াইটওয়াশ হলো। টাইগ্রেসরা এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল।

বাংলাদেশ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সিরিজে প্রথমবার টস হেরে আগে ব্যাট করতে নামে। টাইগ্রেসরা আগে ব্যাটিং করে ৮৯ রানে অলআউট হওয়ার পরে অস্ট্রেলিয়া খুব সহজেই লক্ষ্য তাড়া করেছে। ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৩ রান। জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এলিস পেরি ও বেথ মুনি। পেরি ২৭ ও বেথ ২১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের সুলতানা ও রাবেয়া একটি করে উইকেট শিকার করেন। ম্যাচ-সেরা হয়েছেন গ্যারেথ ও সিরিজ-সেরার পুরস্কার জেতেন গার্ডনার।

এই সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সমান-সংখ্যাক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের সপ্তম স্থানে।

দুই দল আগামী ৩১ মার্চ থেকে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে।

Loading...