loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা


ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিলেটের উইকেটের বিষয়টি মাথায় রেখে স্কোয়াডে বাড়তি একজন পেসার হিসেবে নতুন মুখ হাবিবা ইসলাম পিংকিকে নেওয়া হয়েছে। তাঁকে জায়গা দিয়ে গত অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার সুমাইয়া আক্তার। এ-ছাড়া চোট কাটিয়ে অনেকদিন পরে দলে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক।

রুবাইয়াকে জায়গা দিতে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার ফারজানা আক্তার লিসা।

টাইগ্রেসরা ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। প্রথম ম্যাচ ২৮ এপ্রিল। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে – ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। প্রথম দু’টি ও শেষ ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়, বাকী দুইটি দুপুর দুইটায়।

 বাংলাদেশ নারী দলের এটাই প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিংকি। স্টান্ডবাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।

Loading...