বাংলাদেশ ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করবে। ভারত টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে এশিয়া কাপের ফরম্যাট নির্ধারণ করা হয়। ২০২৭ সালের ওয়ানডে ফর্মেটের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে – দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া। তাই এশিয়া কাপ-২০২৭ বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটেই হবে ।
২০২৫ ও ২০২৭ সালে ছয়টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপে আসবে।