loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-১ এ হারলো বার্সা


রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-১ এ হারলো বার্সা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখে মহারণে জয় হলো বার্সার। ক্লাবটি এই জয়ে বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ছয়টি ম্যাচে পরাজয়ের পরে জিতলো। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা বুধবার (২৩ অক্টোবর) রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে জার্মান ক্লাবটিকে উড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠ অলিম্পিক লুই কম্পানিস-এ বায়ার্নের বিপক্ষে তাঁদের জয় ৪-১ গোলে। বায়ার্নের বিপক্ষে বার্সার এর আগের জয়টি এসেছিল ২০১৫ সালে।

বুধবার রাফিনিয়া হ্যাটট্রিক করে বার্সার জয়ের নায়ক হয়েছেন। প্রথম মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেওয়া এই উইঙ্গার ৪৫ মিনিটে করেছিলেন নিজের দ্বিতীয় গোলটা, হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৬ মিনিটে।

এদিন প্রথম মিনিটেই পিছিয়ে পড়া বায়ার্নকে অষ্টাদশ মিনিটে সমতায় ফেরান হ্যারি কেইন। কেইন এর আগে সপ্তম মিনিটেও বার্সার জালে বল পাঠিয়েছিলেন; তবে ভিএআর-এর সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

রক্ষণভাগের ভুলে ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বায়ার্ন। লামিন ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করার চেষ্টায় পারেননি ডিফেন্ডার কিম মিন-জায়ে। তাঁর পেছনেই থাকা ফের্মিন বক্সে ঢুকে নয়ার এগিয়ে আসায় ফ্লিক করে বল দেন অন্য পাশে। গোল করেন লেভান্ডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ৯৭ তম গোল। রাফিনিয়া প্রথমার্ধের শেষ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন।

প্রথমার্ধে দুই গোল করা রাফিনিয়া দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন। ৫৬তম মিনিটে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই উইঙ্গার। চার গোলে পিছিয়ে পড়ার পর ভিনসেন্ট কোম্পানি বেঞ্চ থেকে জামাল মুসিয়ালা, কিংসলে কোমান, লেরয় সানে এবং লিওন গোরেৎস্কাকে নামিয়েছেন। যাহোক, তাঁরাও ব্যবধান কমাতে পারেননি।

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে এটি বার্সার দ্বিতীয় জয়। মোনাকোর বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করা বার্সা ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

দিনের আরেক ম্যাচে আর বি লাইপজিগের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে স্পার্তা প্রাগকে হারিয়েছে। ইন্টার মিলান ১-০ গোলে জিতেছে ইয়াং বয়েজের বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হেরেছে লিল-এর কাছে।

Loading...