loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

লিভারপুল তিনে তিন, স্পার্তা প্রাগকে উড়িয়ে দিলো সিটি


লিভারপুল তিনে তিন, স্পার্তা প্রাগকে উড়িয়ে দিলো সিটি

লিভারপুল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর বি লাইপজিগকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো। ‘দি রেডস’ তিনটি ম্যাচ খেলে সবক’টিতে জয় পেলো। দলটি এই জয়ে নয় পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে রয়েছে। আর্নে স্লটের দল লাইপজিগ-এর মাঠ রেড বুল এরেনায় বুধবার (২৩ অক্টোবর) রাতে ডারউইন নুনেজের করা একমাত্র গোলে জিতেছে।

লাইপজিগ বুন্দেসলিগায় সাত ম্যাচ খেলে অপরাজিত থাকলেও ইউরোপের মঞ্চে এ-পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই হারলো।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় জয় পেয়েছে। ড্রয়ে আসর শুরু করা সিটি চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগকে ৫-০ গোলে হারিয়েছে। দুই গোল করেছেন আর্লিং হালান। একটি করে গোল করেন – ফিল ফোডেন, জন স্টোন্স ও ম্যাথিউজ নুনেস। 

ইংলিশ চ্যাম্পিয়ন দলটি দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে স্থানে রয়েছে। আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা নয় পয়েন্ট নিয়ে শীর্ষে।

Loading...