loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

তহুরার হ্যাটট্রিক, সাবিনার দুই গোলে ফাইনালে বাংলাদেশ


তহুরার হ্যাটট্রিক, সাবিনার দুই গোলে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ দল নারী সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে ভুটানকে ৮-০ গোলে পরাজিত করেছিল। যদিও গত আসরের থেকে এই ভুটান দল সম্পূর্ণ ভিন্ন। তাঁরা গ্রুপ পর্বে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার গোল দিয়েছে। এমন দলের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে তাই বাড়তি সতর্ক ছিল বাংলাদেশ। আর দলটি এদিন খেলেছেও নিজেদের সেরা ফুটবলটাই। ফলে, সাফ-এর যোগ্যতর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালে পা উঠলেন সাবিনা খাতুনরা। বাংলাদেশ রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে ৭-১ গোলের বড় ব্যবধানে।

এদিন সাবিনার দল ফাইনালে যাওয়ার রাস্তাটা অবশ্য প্রথমার্ধেই পরিষ্কার করে রেখে ফেলেছিল। সাবিনা-তহুরারা প্রথমার্ধেই ভুটানের জাল পাঁচ-পাঁচবার স্পর্শ করেন। বিরতির পরে সেই ব্যবধান আরও বাড়বে – সেটাই ছিল স্বাভাবিক; হয়েছেও তাই। তবে ফাইনালের আগে চোট-সতর্কতায় কোচ পিটার বাটলার বেশ কয়েকজনকে উঠিয়ে নেওয়ায় ব্যবধানটা তত বড় হয়নি – এই যা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। তহুরা ডি বক্সে প্রবেশ করে হ্যাটট্রিক করেন। এই গোলের পর মাঝে একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়। 

৭১ মিনিটে গোল করেন মাসুরা পারভিন। তিনি সান্জিদার নেওয়া কর্নার কিক দারুণ হেডে জালে জড়ান।

ভুটানের একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধের শেষে।

একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও নেপাল। সেই ম্যাচের জয়ী দল আগামী বুধবার বিকেলে শিরোপা-নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের।

Loading...