এফসি বার্সেলোনা লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। সান্তিয়াগো বার্নাবিউতে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভান্ডোভস্কি দুই গোল করেছেন। একটি করে গোল করেন – লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। রিয়াল মাদ্রিদ এর আগে টানা চারটি এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল। তবে এদিন লস ব্লাঙ্কোস লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমে মুখ থুবড়ে পড়লো। অন্যদিকে, হান্সি ফ্লিকের শিষ্যরা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে চলতি আসরের পয়েন্ট তালিকার নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো।
লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ পুরোপুরি ব্যর্থ হলো। যাঁদের দখলে এই কীর্তি – দলটি সেই বার্সেলোনার কাছে একেবারে উড়ে গেলো।
হান্সি ফ্লিকের শিষ্যরা তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করলো।
বার্সা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার (২৬ অক্টোবর) রাতে রিয়ালকে তাঁদের মাঠ সান্টিয়াগো বার্নাবিউতে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। এদিন রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি উজ্জ্বল ছিল তাঁদের আক্রমণভাগ। ম্যাচের সবগুলো গোলই এসেছে বিরতির পরে। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি দুই মিনিটের মধ্যে দু’বার (৫৪ ও ৫৬ মিনিট) জাল স্পর্শ করেন। এরপর ৭৭ ও ৮৪ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন যথাক্রমে – স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
এই পরাজয়ে লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচ পরে অপরাজিত থাকার যাত্রা থামলো। দলটি শেষবার এই প্রতিযোগিতায় হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে, নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে, ২-১ গোলে।
স্পেনের শীর্ষ এই লিগে টানা ৪৩ ম্যাচ জেতার রেকর্ড বার্সেলোনা গড়েছিল ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে।
বার্সা এল ক্লাসিকোতে টানা চার পরাজয়ে পরে জিতলো। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির অর্জন ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট। রিয়াল সমান-সংখ্যক ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।
১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।
আগামী বছরের ১২ মে লা-লিগা মৌসুমের দ্বিতীয় ও শেষ ‘এল-ক্লাসিকো’তে আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।