loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

নারী সাফ-এর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি নেপাল


নারী সাফ-এর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি নেপাল

বাংলাদেশ দল নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে রোববার (২৭ অক্টোবর) ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। পরে রাতে দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল – নেপাল ও ভারত, যেখানে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। ফলে, নেপাল  শিরোপা-নির্ধারণী ম্যাচে বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি হবে।

কাঠমান্ডুর রঙ্গশালায় দ্বিতীয় সেমিফাইনাল টাইব্রেকারে যাওয়ার আগে হয়েছে অনেক নাটক। সঙ্গীতা বাসফোর ৭১ মিনিটে ভারতকে লিড এনে দেন। তিনি বক্সের বাইরে থেকে লম্বা শটে স্বাগতিকদের জালে বল জড়ান।

একদিকে যখন ভারতীয়দের উদযাপন চলছে, অন্যদিকে স্বাগতিক দল তখন বল নিয়ে সেন্টারে। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত, রেফারিও খেলা শুরুর জন্য প্রস্তুত। ভারত তখনো প্রস্তুত না-হলেও রেফারি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান।

বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদযাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম। এ-সময় ভারতের খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্ব পরিস্থিতির মধ্যে পড়ে যায়। 

এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে। দীর্ঘ ৬৫ মিনিট খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান। 

১-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই শুটআউটে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠে নেপাল।

Loading...