loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

রদ্রি ও বোনমাতি ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন


রদ্রি ও বোনমাতি ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন

ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার জন্য ‘ফ্রান্স ফুটবল’ এবার ২০২৩ সালের ১ অগাস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত নৈপুণ্য বিবেচনা করেছে। পুরুষদের বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের (৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের আগে) একজন করে সাংবাদিক ভোট দিয়েছেন। প্রত্যেক সাংবাদিক ১০ জনকে বেছে নিতে পেরেছেন। সেই খেলোয়াড়রা ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট পেয়েছেন। ২০২৪ সালের নারীদের ব্যালন ডি’অর জিতেছেন আইতানো বনমাতি। টানা দ্বিতীয়বার বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার এই সম্মাননা পেলেন। নারীদের বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দিয়েছেন।

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি ২০২৪ সালের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন। পুরুষদের ফুটবলে ব্যালন ডি’অর ৬৪ বছর পরে কোনো স্প্যানিশের হাতে উঠলো। ২৮ বছর বয়সী তারকা ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড জর্জ উইয়াহ তাঁর হাতে বহুকাঙ্ক্ষিত গোল্ডেন বল তুলে দেন।

রদ্রি পেছনে ফেলেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রসহ শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে স্বাভাবিকভাবে এই স্প্যানিশ তারকাই সর্বোচ্চ ভোট পেয়েছেন। এরপর ভোটের নিরিখে অবস্থান যথাক্রমে – ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজের। 

প্রেস্টিজিয়াস এই পুরস্কার নিতে রদ্রি সোমবার (২৮ অক্টোবর) ক্রাচে ভর দিয়ে প্যারিসের থিয়েটার দু শাটলেটে প্রবেশ করেন। তিনি গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।

রদ্রি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩টি ম্যাচ, যেখানে তিনি গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তাঁর দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্সের বিচারেই ব্যালন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রদ্রি।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আফ্রিকান কিংবদন্তি ও আইভরিকোস্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবা এবং ফরাসি সংবাদমাধ্যম লেকিপে’র সংবাদকর্মী স্যান্ডি হেরিবার্ট। আর আগেই ছড়িয়ে পড়েছিল তাঁর ব্যালন জয়ের গুঞ্জন, ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। যদিও এবার চমক কমিয়ে দিয়েছে রদ্রির নিকটতম প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি।

ভিনির ব্যালন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকার কথা শোনা যাচ্ছিল মাসখানেকেরও বেশি সময় ধরে। তবে গুটি উল্টে গেছে জানার পরেই পুরো রিয়াল মাদ্রিদ দল এই অনুষ্ঠানকে বয়কট ও প্যারিসের ফ্লাইট বাতিল করে। ফলে তালিকায় থাকা ভিনি, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপে ও কোচ আনচেলত্তির আসেননি জমকালো এই আয়োজনে। 

অথচ, পুরুষ ফুটবলের সেরা ক্লাবের পুরস্কারটি পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোস গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল জিতেছে। এছাড়া পুরুষ ফুটবলের সেরা কোচের ট্রফি গেছে রিয়াল-বস আনচেলত্তির দখলে। সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে পিএসজিতে খেলা এমবাপে। সমান গোলের জন্য যৌথভাবে এই পুরস্কার জেতেন হ্যারি কেইনও।

আইতানো বনমাতি ২০২৪ সালের নারীদের ব্যালন ডি’অর জিতেছেন। টানা দ্বিতীয়বার বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার এই সম্মাননা পেলেন। নারীদের বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দিয়েছেন।

২০২৪ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন:
পুরুষদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
নারীদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষদের বর্ষসেরা কোচ ): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (নারীদের বর্ষসেরা কোচ): এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি); হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়): লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ): হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

পুরুষদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ
নারীদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

Loading...