loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

বিএমসিসিআই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিডা’র সহযোগী হতে আগ্রহী


বিএমসিসিআই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিডা’র সহযোগী হতে আগ্রহী

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-কে সহযোগিতা করতে চায়। বিএমসিসিআই সভাপতি শাব্বির আহমেদ খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ মালয়েশিয়ার বিনিয়োগের প্রচারের মূল বিষয় নিয়ে আলোচনার জন্য বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে সাক্ষাৎকালে চেম্বার মঙ্গলবার (২৯ অক্টোবর) এই আহ্বান জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মহাসচিব মোতাহের হোশান খান, কোষাধ্যক্ষ শাহরিয়ার তাহা, পরিচালক সুনীল ইসাক এবং বিডা ও বিএমসিসিআই’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে, আশিক চৌধুরী মালয়েশিয়ার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনার জন্য বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিডা তাঁদের প্রস্তাব নিয়ে কাজ করবে; বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করে তুলতে এবং বিশ্বমঞ্চে এর মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।

এ-সময় মহাসচিব মো. মোতাহের হোশেন খান এফডিআই আকৃষ্ট করতে উপযুক্ত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য-বৃদ্ধি উৎসাহিত করে ব্যবসাবান্ধব পরিবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Loading...