loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস উইং


দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস উইং

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, আদালতে দোষী সাব্যস্ত হলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) বিরুদ্ধে মামলা আছে। আদালতের রায়ের পর তাঁর দেশে ফেরার প্রক্রিয়া শুরু করা হবে।’

অপূর্ব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ-চুক্তি রয়েছে। তাই, চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং দুই-একদিনের মধ্যে এর গেজেট প্রকাশ করা হবে।

সরকার গত মঙ্গলবার (২৯ অক্টোবর) নতুন নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে।

Loading...