loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকা মেট্রোরেল মে মাসে শুক্রবার সকাল থেকে চলবে

  • চিটাগংকে হারিয়ে বিপিএল ফাইনালে বরিশাল

  • অমর একুশে বইমেলার তৃতীয় দিনে ৩২টি নতুন বই এসেছে

  • চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট কনসার্ট’ ৬ ফেব্রুয়ারি

  • বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ও সংযোগ অব্যাহত থাকার প্রত্যাশা

সঞ্চয়পত্রের মুনাফার নতুন হার কার্যকর ১ জানুয়ারি থেকে


সঞ্চয়পত্রের মুনাফার নতুন হার কার্যকর ১ জানুয়ারি থেকে

জাতীয় সঞ্চয়পত্রে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার নতুন হার ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে বুধবার (১৫ জানুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পুনর্নির্ধারিত হার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মুনাফার হার বৃদ্ধি হওয়া পাঁচটি স্কিম হলো – পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের মধ্যে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার এই নতুন হার কার্যকর হবে। ছয় মাস পরে জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারী সঞ্চয়পত্র ইসুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদেই পাবেন। অর্থাৎ, ছয় মাস পরে নতুন মুনাফার হার নির্ধারণ করা হলেও জানুয়ারি-জুন সময়ে যে-মেয়াদ পর্যন্ত সঞ্চয়পত্র কেনা হবে, সেই সময় যে-হার নির্ধারিত ছিল, বিনিয়োগকারীরা সেই হারে মুনাফা পাবেন।

আগে সঞ্চয়পত্রের মুনাফা হার তিন ধাপে নির্ধারণ করা হতো। বিনিয়োগকারীরা ১৫ লাখ টাকা পর্যন্ত সবচেয়ে বেশি মুনাফা পেতেন। এরপর ১৫ লাখ এক টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এক ধরনের মুনাফার হার এবং ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে আরেক ধরনের মুনাফার হার ছিল। অর্থাৎ, যত বেশি বিনিয়োগ, মুনাফার হার তত কম ছিল। এই প্রজ্ঞাপন অনুযায়ী, সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দু’টি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে থাকবেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী, আর দ্বিতীয় ধাপে সাড়ে ৭ লাখ টাকার ওপরের বিনিয়োগকারী।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ হার ১২.৩০% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১.০৪%। পেনশন সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ হার ১২.৫৫% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১.৭৬%। পরিবার সঞ্চয়পত্রের মুনাফার সর্বোচ্চ হার ১২.৫০% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১.৫২%।

এছাড়া, ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের মুনাফার হারও পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে ডাকঘরে সঞ্চয়কারীরা ১২.৩০% হারে মুনাফা পাবেন, যা আগে ছিল ১১.২৮%।

মেয়াদ পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র নগদায়নের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ১০.১১ শতাংশ থেকে ১২.৪০ শতাংশ, তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে ১১ শতাংশ থেকে ১২.৩০ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ১০.১১ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১০.১১ শতাংশ থেকে ১২.৫০ শতাংশ এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ১১ শতাংশ থেকে ১২.৩০ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।

Loading...