loader image for Bangladeshinfo

শিরোনাম

  • অমর একুশে বইমেলায় চতুর্থ দিনে নতুন বই ৪৭টি

  • স্বাস্থ্যখাত সংস্কারে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক সাতটি প্রস্তাব পেশ

  • ঢাকা মেট্রোরেল মে মাসে শুক্রবার সকাল থেকে চলবে

  • চিটাগংকে হারিয়ে বিপিএল ফাইনালে বরিশাল

  • চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট কনসার্ট’ ৬ ফেব্রুয়ারি

সরস্বতী পূজা: বিদ্যাদেবীর আরাধনা


সরস্বতী পূজা: বিদ্যাদেবীর আরাধনা

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব, বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা সোমবার (৩ ফেব্রুয়ারি)। মর্ত্যের ভক্তকুল কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বাংলাদেশের বিভিন্ন পূজামণ্ডপ।

শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তাঁর আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

বিদ্যাদেবীর পূজায় মূলত শিক্ষার্থীরাই মনোযোগী হয়ে থাকে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠে সরস্বতী পূজা উপলক্ষ্যে চমৎকার এক উৎসবে পরিণত হয়েছে। 

পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় উপাসনালয়সহ বিভিন্ন পূজামণ্ডপে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Loading...